চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ফ্যাসিবাদবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। কেন্দ্রীয় নেতা ডা. জালাল উদ্দিনের অনুসারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, যা পুলিশের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। তবে হঠাৎ ৩০-৪০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।