ভারতের উজানের পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা
ভারতে থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। শুক্রবার সকাল ৬টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রতিাহিত হচ্ছে ।এতে আতংক ছড়িয়েছে নদী সংলগ্ন ৮৯ টি চরে মানুষের মাঝে।