ভারতের উজান থেকে পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে, যার ফলে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামে চরের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সম্ভাব্য বন্যা মোকাবেলায় কর্তৃপক্ষ সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে।