স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, বদলে যাচ্ছে বিবিএস’র অনেক কিছু
স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, হচ্ছে কাউন্সিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট) এবং প্রতিষ্ঠান প্রধানের (বর্তমানে ডিজি) পদ পরিবর্তন করে চিফ স্ট্যাটিশিয়ান করার সুপারিশ দেওয়া হয়েছে।