Web Analytics

স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, হচ্ছে কাউন্সিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট) এবং প্রতিষ্ঠান প্রধানের পদ চিফ স্ট্যাটিশিয়ান করার সুপারিশ দেওয়া হয়েছে। সোমবার পরিকল্পনা উপদেষ্টার কাছে প্রতিবেদনের খসড়া জমা দিয়েছে টাস্কফোর্স। প্রতিবেদনে একটি কাউন্সিল গঠনের কথা বলা হয়। এটির সদস্য সংখ্যা হবে ৭ জন। এই কাউন্সিল পরিসংখ্যানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। ব্যুরোতে চিফ স্টাটিশিয়ানের নিয়োগসহ ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি দেখবে। এছাড়া ব্যয় নিরীক্ষা তদারক করবে। এই কাউন্সিলের নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা। পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন করতে হবে। সাংগঠনিক কর্তৃপক্ষকে সরকারি শাখা থেকে ষোলটি শাখায় সম্প্রসারণ এবং ৪৩৭টি নতুন উপজেলা-স্তরের পদ তৈরির সুপারিশ করা হয়েছে। বিবিএসের স্বায়স্তশানের জন্য বাজেটে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এখনই ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া দরকার। এ সময় টাস্কফোর্স প্রধান হোসেন জিল্লুর রহমান বলেন, প্রতিবেদনে যেসব সুপারিশ দেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন করা হলে প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।