Web Analytics

এক নারী উদ্যোক্তার কাছ থেকে সাত লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপি নেতা মো. ইমামুর রশিদ দাবি করেছেন, টাকা ডোনেশন হিসেবে নিয়েছেন। তবে গণঅধিকার পরিষদের রাশেদ খান প্রশ্ন তুলেছেন, অর্থ আসলে পার্টির ফান্ডে গেছে নাকি ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে—তা তদন্তের দাবি রাখে। তিনি পূর্বের নিয়োগ কেলেঙ্কারির অভিযোগও সামনে আনেন। ইমামুর পাল্টা দাবি করেছেন, ওই নারী অনৈতিক সুবিধা না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়িয়েছেন। তিনি কোনো অনৈতিক কাজ করলে শাস্তি মাথা পেতে নেবেন বলেও জানান। ভিডিও ভাইরালের পর এনসিপি ফান্ড পলিসি ও ডোনেশন ওয়েবসাইট চালু করেছে।

14 Jul 25 1NOJOR.COM

সাত লাখ টাকার ভিডিও ঘিরে এনসিপি নেতাকে নিয়ে বিতর্ক, তদন্ত দাবি রাশেদ খানের।

নিউজ সোর্স

‘বড় পার্টি ফান্ড কি আসলেই পার্টির ফান্ডে গেছে, নাকি নেতার পকেটে?’

ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. ইমামুর রশিদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।