Web Analytics

টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও শারীরিক অক্ষমতা সত্ত্বেও ২৩টি প্রতিষ্ঠানের শীর্ষপদে থাকার অভিযোগে হাসিনার চাচা শেখ কবির হোসেন সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজে ও অন্যদের সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিমা কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও সরকারি সংশ্লিষ্ট সংস্থায় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর অধিকাংশ পদ থেকে তিনি সরে দাঁড়ান। পুলিশ তার দেশত্যাগ নিশ্চিত করলেও ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল কি না, সে বিষয়ে মন্তব্য করেনি।

09 Jun 25 1NOJOR.COM

দুর্নীতির অভিযোগের মুখে দেশ ছাড়লেন হাসিনার চাচা শেখ কবির হোসেন

নিউজ সোর্স

দেশ ছাড়লেন হাসিনার সেই চাচা

টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পদ দখল করে রাখার বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও স্বৈরাচার হাসিনার চাচা শেখ কবির হোসেন বিদেশে গেলেন। রোববার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।