টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও শারীরিক অক্ষমতা সত্ত্বেও ২৩টি প্রতিষ্ঠানের শীর্ষপদে থাকার অভিযোগে হাসিনার চাচা শেখ কবির হোসেন সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজে ও অন্যদের সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিমা কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও সরকারি সংশ্লিষ্ট সংস্থায় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর অধিকাংশ পদ থেকে তিনি সরে দাঁড়ান। পুলিশ তার দেশত্যাগ নিশ্চিত করলেও ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল কি না, সে বিষয়ে মন্তব্য করেনি।