ঘনবসতি এলাকায় প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়ে ভাবার আহ্বান নৌ উপদেষ্টার
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। মর্মান্তিক এ ঘটনা সারা দেশে শোকের মাতম সৃষ্টি করেছে। কোমলমতি শিশুদের এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ। এ দুর্ঘটনার পরই ঘণনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন। সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে শুরু করে সবার মুখে মুখে এ নিয়ে প্রশ্ন উঠছে। এ তালিকায় এবার যুক্ত হয়েছে নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।