উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে বহু শিক্ষার্থীর হতাহতের ঘটনায় গোটা জাতি শোকে স্তব্ধ। দুর্ঘটনার যৌক্তিকতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে আহতদের দেখতে গিয়ে বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা নিয়ে নতুন করে ভাবতে হবে। তিনি বলেন, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে পাইলটের ভুল বা কারিগরি ত্রুটি, যা ব্ল্যাকবক্স বিশ্লেষণ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়। নিহত পাইলটের প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়া আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দল আসছে বলেও জানান তিনি।
বিমান দুর্ঘটনার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার বিষয়টি এখন আরও গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে: নৌ পরিবহণ উপদেষ্টা