আ.লীগের চরিত্র বদলায়নি: এমরান সালেহ প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হীন স্বার্থে সুপরিকল্পিত ভাবে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করে ফ্যাসিবাদ আওয়ামী অপ শক্তিকে পুনর্বাসন ও আস্ফালন করার সুযোগ করে দেয়া হচ্ছে। আজকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যে হতাহতের কথা উল্লেখ করে বলেন, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, তেমনি গণঅভ্যুত্থানে পতন ঘটলেও আওয়ামী লীগের বোধোদয় হয় নাই, খাসলত বদলায় নাই। আওয়ামী লীগের চরিত্র বদলায় নাই। ওরা গণশত্রু, গণ হত্যাকারী, ওদের ক্ষমা নাই।