বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে সুপরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা প্রমাণ করে আওয়ামী লীগের চরিত্র বদলায়নি; ওরা এখনো গণশত্রু ও গণহত্যাকারী। তিনি বলেন, বিএনপির অগ্রযাত্রা রোধে কিছু দল অপ্রয়োজনীয় ইস্যু তুলে বিভ্রান্তি তৈরি করছে, যার সুযোগে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, পুলিশি প্রটেকশনে থাকা আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশে দমন-পীড়ন চালাচ্ছে এবং নির্বাচন বিলম্বিত হলে এই শক্তি আরও সুবিধা পাবে। তাই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে। সেইসঙ্গে তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা প্রমাণ করে আওয়ামী লীগের চরিত্র বদলায়নি; ওরা এখনো গণশত্রু ও গণহত্যাকারী: প্রিন্স