১১২ বছরের পুরোনো ‘ডিম’ বিক্রি হলো ৩৭০ কোটি টাকায়
রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের বানানো শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে। মঙ্গলবার এই ডিমটি বিক্রি হয় ২২.৯ মিলিয়ন পাউন্ড। টাকায় যার মূল্য ৩৭০.৯ কোটি। ক্রিস্টিস জানিয়েছে, এর বেশি দাম ফাবারজের আর কোনো শিল্পকর্ম