Web Analytics

রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের তৈরি ১১২ বছরের পুরোনো শিল্পকর্ম ‘উইন্টার এগ’ লন্ডনের ক্রিস্টিস নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৩৭০ কোটি টাকা) বিক্রি হয়েছে। ১৯১৩ সালে রুশ জার নিকোলাস দ্বিতীয় তাঁর মাকে উপহার দেওয়ার জন্য এটি তৈরি করান। রক ক্রিস্টাল থেকে খোদাই করা এই ডিমে রয়েছে প্রায় ৪,৫০০ হীরকখণ্ড, প্লাটিনামের তুষারফুলের নকশা এবং ভেতরে সাদা কোয়ার্টজের ফুলের ঝুড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা এটি কিনেছেন। এই বিক্রিতে ২০০৭ সালের আগের রেকর্ড ভেঙে যায়। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, ফলাফলটি ফাবারজের শিল্পের চিরন্তন মূল্য আবারও প্রমাণ করেছে। ১৮৮৫ থেকে ১৯১৭ সালের মধ্যে রোমানভ পরিবারের জন্য ফাবারজে মোট ৫০টি ডিম তৈরি করেন, যার মধ্যে মাত্র সাতটি এখনো ব্যক্তিগত মালিকানায় রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!