Web Analytics

চাঁদপুরের ফরিদগঞ্জে শারীরিকভাবে প্রতিবন্ধী ছয় ভাইবোনের পরিবারকে সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. হারুনুর রশিদ। শুক্রবার তিনি পরিবারটির বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা দেন এবং নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন। এছাড়া খাবারের ব্যবস্থাও করেন। টাইফয়েডের পর শিশুকালে প্রতিবন্ধী হয়ে যাওয়া ছয় ভাইবোন চিকিৎসা ও বাসস্থানের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন। হারুনুর রশিদের এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।

05 Jul 25 1NOJOR.COM

চাঁদপুরের ফরিদগঞ্জে শারীরিকভাবে প্রতিবন্ধী ছয় ভাইবোনের পরিবারকে সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. হারুনুর রশিদ।

নিউজ সোর্স

প্রতিবন্ধী সেই ছয় সহোদরের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘এক পরিবারের প্রতিবন্ধী ছয় সহোদর সহযোগিতা চায়’ এমন একটি সংবাদ ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রচারিত হয়। খবরটি নজরে আসে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের।