চাঁদপুরের ফরিদগঞ্জে শারীরিকভাবে প্রতিবন্ধী ছয় ভাইবোনের পরিবারকে সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. হারুনুর রশিদ। শুক্রবার তিনি পরিবারটির বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা দেন এবং নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন। এছাড়া খাবারের ব্যবস্থাও করেন। টাইফয়েডের পর শিশুকালে প্রতিবন্ধী হয়ে যাওয়া ছয় ভাইবোন চিকিৎসা ও বাসস্থানের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন। হারুনুর রশিদের এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।