Web Analytics

ভাষাসৈনিক মতিনের স্মরণে নির্মিত হয়েছিল পাঠাগার। নেই কোনো বই, নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। স্থানীয় হাকিম মেম্বারের বিরুদ্ধে পাঠাগারের দেড় হাজারের বেশি বই ও আসবাবপত্র আত্মসাতের অভিযোগ উঠেছে। থানায় করা হয়েছে অভিযোগও। ১৯২৬ সালের ৩ ডিসেম্বর চৌহালী উপজেলায় আব্দুল জলিল ও আমেনা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন আব্দুল মতিন। ঢাবির কার্জন হলে মোহাম্মদ আলী জিন্নাহের একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বক্তব্যের প্রথম নো নো প্রতিক্রিয়া আব্দুল মতিনের কণ্ঠ থেকেই গিয়েছিল। তার জন্মভূমিতে ২০১০ সালে এক এনজিও একটি শহিদ মিনার ও পাঠাগার নির্মাণ করেছিল।

Card image

নিউজ সোর্স

ভাষাসৈনিক মতিন পাঠাগার এখন নেশাখোরদের দখলে, বইসহ সব আসবাবপত্র আত্মসাৎ

ভাষাসৈনিক আব্দুল মতিনের স্মরণে সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণ করা হয় পাঠাগার। সেই পাঠাগারে বর্তমানে নেই কোনো বই। নেই পাঠকও। নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে পাঠাগারটি। স্থানীয় শিক্ষার্থীরাও জানেন না এখানে কোনো পাঠাগার রয়েছে কি না। একইসঙ্গে পাঠারগারটির দেড় হাজারের বেশি বইসহ সব আসবাবপত্র আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে পুলিশ বলছে, তারা কিছুই জানে না।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।