ভাষাসৈনিক মতিন পাঠাগার এখন নেশাখোরদের দখলে, বইসহ সব আসবাবপত্র আত্মসাৎ
ভাষাসৈনিক আব্দুল মতিনের স্মরণে সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণ করা হয় পাঠাগার। সেই পাঠাগারে বর্তমানে নেই কোনো বই। নেই পাঠকও। নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে পাঠাগারটি। স্থানীয় শিক্ষার্থীরাও জানেন না এখানে কোনো পাঠাগার রয়েছে কি না। একইসঙ্গে পাঠারগারটির দেড় হাজারের বেশি বইসহ সব আসবাবপত্র আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে পুলিশ বলছে, তারা কিছুই জানে না।