Web Analytics

নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চায় বাংলাদেশ নির্বাচন কমিশন। বর্তমানে কেবল নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিল করতে পারে ইসি। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দিতে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ইভিএম আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, ভোটার তালিকা হালনাগাদ, আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং প্রার্থীদের হলফনামায় আরও কঠোর তথ্য সংযোজনের পরিকল্পনা নিয়েছে ইসি।

10 Jul 25 1NOJOR.COM

নির্বাচনি সংস্কারে সম্পূর্ণ আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি

নিউজ সোর্স

আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি

নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নিজেদের হাতে ফেরত চায় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অষ্টম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবসহ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী তোলা হয়। যদিও বিষয়টি নিয়ে সভায় খুব একটা আলোচনা হয়নি। আগামী সভায় বিষয়টি আলোচনা হওয়ার কথা জানিয়েছে ইসি। বর্তমানে অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্র বন্ধ ও ভোট বাতিল করতে পারে ইসি।