নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চায় বাংলাদেশ নির্বাচন কমিশন। বর্তমানে কেবল নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিল করতে পারে ইসি। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দিতে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ইভিএম আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, ভোটার তালিকা হালনাগাদ, আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং প্রার্থীদের হলফনামায় আরও কঠোর তথ্য সংযোজনের পরিকল্পনা নিয়েছে ইসি।
নির্বাচনি সংস্কারে সম্পূর্ণ আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি