চলনবিল থেকে বিশ্বমঞ্চে, রেজোয়ানের ভাসমান স্কুল পেল ইউনেস্কো পুরস্কার
স্থপতি মোহাম্মদ রেজোয়ান সাড়া জাগানো ও ব্যতিক্রমী সৌরচালিত ভাসমান স্কুল ‘উদ্যোগ’ ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ অর্জন করেছে। যা চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় শিক্ষায় নতুন উদ্ভাবন ও জীবনব্যাপী শিক্ষার প্রসারে এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মান।