Web Analytics

বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ান তার উদ্ভাবনী সৌরচালিত ভাসমান স্কুল উদ্যোগের জন্য পেয়েছেন ইউনেস্কোর কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫। চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় এই পুরস্কারটি শিক্ষায় নতুন উদ্ভাবন ও জীবনব্যাপী শিক্ষার প্রসারের জন্য দেওয়া হয়। শত শত আন্তর্জাতিক মনোনয়ন থেকে রেজোয়ানের প্রতিষ্ঠান সিধুলাই ভাসমান স্কুল বিজয়ী হয় আয়ারল্যান্ড ও মরক্কোর দুটি প্রকল্পের সঙ্গে। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় চীনের চুফু শহরে, কনফুসিয়াসের জন্মস্থানে। রেজোয়ান চলনবিলের বন্যাপ্রবণ এলাকায় বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে ২০০২ সালে স্থানীয় নৌকা ব্যবহার করে স্কুল গড়ে তোলেন, যা পরে বিশ্বের প্রথম সৌরচালিত ভাসমান স্কুলে পরিণত হয়। এই স্কুলগুলো সারা বছর শিক্ষা, গ্রন্থাগার ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। ইউনেস্কো বলেছে, এটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টেকসই উপায়ে সাক্ষরতা পৌঁছে দেওয়ার অনন্য দৃষ্টান্ত। এখন এই মডেল বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে অনুসৃত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।