শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কারাগারে যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ আলম মিয়া (৪০) নামের এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে শাহ আলম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।