কসবায় ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ আলম মিয়াকে (৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, শিশুটির বাবা বেচেঁ নেই। তার মার অনত্র বিয়ে হয়ে গেছে। দাদীর সঙ্গে থেকে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে শিশুটি। শুক্রবার সকালে শিশুটিকে বাড়িতে একা রেখে তার দাদী অন্য এক জায়গায় যায়। এ সময় শাহ আলম কৌশলে ওই বাড়িতে ঢুকে ঘুমন্ত শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি শিশুটির সমবসয়ী আরেক শিশু দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এতে দৌড়ে পালিয়ে যায় শাহ আলম।