Web Analytics

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কেউ মন্ত্রী হলেই তার মানসিকতা বদলে যায় এবং তিনি এক ধরনের ‘স্বৈরাচারী’ আচরণে অভ্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনীতে তিনি এসব বলেন। তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর স্যালুট, গার্ড, গাড়ির বহর এসবকে কেন্দ্র করে যে মানসিকতা তৈরি হয়, তা স্বৈরাচারের দিকে নিয়ে যায়। এছাড়া তিনি প্রজন্মগত দূরত্ব, নগর ও গ্রামীণ চিন্তাভাবনার ফারাক এবং তরুণদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথাও বলেন। বিতর্কে ‘মাননীয়’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে তিনি বলেন, এ ধরনের শব্দ থেকেই অটোক্রেসির জন্ম হয়।

09 Jul 25 1NOJOR.COM

মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা কি আমরা বাদ দিতে পারি না? আমার কেন জানি মনে হয়, এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্ম হয়: মির্জা ফখরুল

নিউজ সোর্স

বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায়: মির্জা ফখরুল

বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের এখানে যে-ই মন্ত্রী হয়ে গেল, সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার স্যালুট, তার বাঁশি, তার গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি—এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতা আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের (স্বৈরশাসক) দিকে নিয়ে যায়।’ এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।