বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কেউ মন্ত্রী হলেই তার মানসিকতা বদলে যায় এবং তিনি এক ধরনের ‘স্বৈরাচারী’ আচরণে অভ্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনীতে তিনি এসব বলেন। তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর স্যালুট, গার্ড, গাড়ির বহর এসবকে কেন্দ্র করে যে মানসিকতা তৈরি হয়, তা স্বৈরাচারের দিকে নিয়ে যায়। এছাড়া তিনি প্রজন্মগত দূরত্ব, নগর ও গ্রামীণ চিন্তাভাবনার ফারাক এবং তরুণদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথাও বলেন। বিতর্কে ‘মাননীয়’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে তিনি বলেন, এ ধরনের শব্দ থেকেই অটোক্রেসির জন্ম হয়।