এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশে দুর্নীতি গভীরভাবে প্রোথিত এবং রাজনীতিক, আমলা ও শিক্ষকদের মধ্যে এটি চালু রাখার ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তিনি সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের অনৈতিক উপঢৌকন গ্রহণের সমালোচনা করেন। অর্থনীতির প্রধান সমস্যা হিসেবে তিনি দুর্নীতি, অপচয় ও অদক্ষতার কথা বলেন। বিদ্যুৎ খাতে এলএনজি আমদানি নির্ভরতা বাড়ছে উল্লেখ করে তিনি সরকারি ভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ এবং ছাদে প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান।
দুর্নীতির পক্ষে জাতীয় ঐকমত্য: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান