এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশে দুর্নীতি গভীরভাবে প্রোথিত এবং রাজনীতিক, আমলা ও শিক্ষকদের মধ্যে এটি চালু রাখার ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তিনি সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের অনৈতিক উপঢৌকন গ্রহণের সমালোচনা করেন। অর্থনীতির প্রধান সমস্যা হিসেবে তিনি দুর্নীতি, অপচয় ও অদক্ষতার কথা বলেন। বিদ্যুৎ খাতে এলএনজি আমদানি নির্ভরতা বাড়ছে উল্লেখ করে তিনি সরকারি ভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ এবং ছাদে প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান।