Web Analytics

বুধবার রাতে তাহিরপুর সীমান্তে সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএসএফ। জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় চোরাচালানের কয়লা আনতে অনুপ্রবেশ করে। এই সময় বিএসএফ টহল দল দেখে ফেললে গুলিবর্ষণ করে। তবে ওই দিনের পর থেকে কয়লা চোরাকারবারিরা আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।

Card image

নিউজ সোর্স

সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণ

সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তগ্রাম কলাগাঁও, জঙ্গলবাড়ি, চারাগাঁও, লালঘাট গ্রামের একাধিক বাসিন্দা এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।