বুধবার রাতে তাহিরপুর সীমান্তে সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএসএফ। জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় চোরাচালানের কয়লা আনতে অনুপ্রবেশ করে। এই সময় বিএসএফ টহল দল দেখে ফেললে গুলিবর্ষণ করে। তবে ওই দিনের পর থেকে কয়লা চোরাকারবারিরা আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।