‘স্যান্ডপেপারগেট’ নিয়ে খোঁচা পানেসারের, জবাবে তাকেই ‘ট্রল’ স্মিথের
অস্ট্রেলিয়ায় অ্যাশেজের আগেই অ্যাশেজ শুরু হয়ে গেছে যেন। স্টিভ স্মিথ অ্যাশেজের প্রথম টেস্টের আগেই আগুন ধরিয়ে দিলেন। মন্টি পানেসার তাকে খোঁচা দিতে চেয়েছিলেন ৭ বছর আগের স্যান্ডপেপারগেট কাণ্ড নিয়ে। জবাবে তাকে নিয়েই ট্রল করে বসলেন স্মিথ। ইংল্যান্ডের সাবেক