Web Analytics

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার। তিনি বর্তমান ইসিকে উদ্দেশ্যে করে বলেন, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন নাই, বিপ্লব নাই। এখন বাংলাদেশে আছে অধ্যাপক ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি,যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এটাই প্রত্যাশা। বিএনপির এই নেতা গতকালকের দুইজন সিইসির আটক প্রসঙ্গে বলেন, গতকালকের এ প্রশংসিত যে কাজটি করেছেন, তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের একাত্তরের একজন যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই সময় তিনি বিচারের প্রতি গুরুত্বারোপ করেন।

23 Jun 25 1NOJOR.COM

জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার: জয়নুল আবদিন ফারুক

নিউজ সোর্স

পরিণতি সম্পর্ক বর্তমান ইসিকে সতর্ক করলেন জয়নুল আবদিন ফারুক

জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্ক বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। সোমবার সকালে এক সমাবেশে তিনি এ সর্তকবার্তা উচ্চারণ করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে ‘২০১৪,’১৮ ও ’২৪ সালের নির্বাচনে রাতের ভোট করতে সহযোগিতাকারী সব কর্মকর্তাকে আগামী সংসদ নির্বাচনের কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে এ সমাবেশ হয়।