বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার। তিনি বর্তমান ইসিকে উদ্দেশ্যে করে বলেন, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন নাই, বিপ্লব নাই। এখন বাংলাদেশে আছে অধ্যাপক ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি,যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এটাই প্রত্যাশা। বিএনপির এই নেতা গতকালকের দুইজন সিইসির আটক প্রসঙ্গে বলেন, গতকালকের এ প্রশংসিত যে কাজটি করেছেন, তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের একাত্তরের একজন যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই সময় তিনি বিচারের প্রতি গুরুত্বারোপ করেন।
জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার: জয়নুল আবদিন ফারুক