রাজস্ব ফাঁকির মডেল আইওএফ: আপত্তি সত্ত্বেও ২০১৪ সালে অনুমোদন দেন শেখ হাসিনা
ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরাম (আইওএফ) ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনুমোদিত রাজস্ব ফাঁকির মডেল হিসাবে চিহ্নিত হয়েছে। তৎকালীন ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিন্ডিকেটটি বছরের পর বছর সরকারকে রাজস্ববঞ্চিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদেশ থেকে টেলিফোন কল আনতে গঠিত এ সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠানের নামে আইওএফ-এর ফান্ড থেকে লুট করেছেন ৬০০ কোটি টাকারও বেশি। আপত্তি থাকলেও এসব অনুমোদন দিতেন শেখ হাসিনা।