ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরাম (আইওএফ) ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনুমোদিত রাজস্ব ফাঁকির মডেল। বিদেশ থেকে টেলিফোন কল আনতে গঠিত এ সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আওয়ামী নেতা সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠানের নামে আইওএফ-এর ফান্ড থেকে লুট করেছেন ৬০০ কোটি টাকারও বেশি। এসব অনুমোদন দিতেন শেখ হাসিনা। বৈধ ফোনকল আদান-প্রদানে শৃঙ্খলা আনা ও রাজস্ব ফাঁকি রোধে আইওএফ প্রতিষ্ঠিত হয়। তবে মাত্র ৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরকে কল টার্মিনেট করার একচেটিয়া সুবিধা দেওয়া হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক কল বাজার নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। বাড়ানো হয় কলরেট। তবুও সরকার, মোবাইল অপারেটর বা আইসিএক্স কোনো বাড়তি রাজস্ব পায়নি। বরং বাড়তি অর্থ চলে যায় আইওএফ সিন্ডিকেটের হাতে। এসব নিয়ে দুদকে অভিযোগ এসেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।