নতুন দলের শীর্ষ পদে ‘সমঝোতা’, শিগগিরই নাম ঘোষণা
চলতি মাসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের নাম ঘোষণা করা হবে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগের কয়েকজন নেতার নাম আলোচনায় আছে। তবে দলের নাম চূড়ান্ত হয়নি এখনও। দল ঘোষণার আগে নাহিদ সরকার থেকে পদত্যাগ করবেন।