জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলতি মাসেই নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। গণ-অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিব হতে পারেন। মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নাম শোনা যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে। নাহিদ ইসলাম শিগগিরই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের দায়িত্ব নিতে পারেন।