সাবেক উপাচার্য আবদুস সোবহানের দুর্নীতি : রাবি প্রশাসনের অসহযোগিতায় বিলম্বিত হচ্ছে দুদকের তদন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান। তার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের স্বার্থে সোবহানের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার চিঠি দিয়েও সহযোগিতা পায়নি দুদক। ফলে সোবহানের দুর্নীতির তদন্তে বিলম্ব হচ্ছে বলে জানান তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।