মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে ১৩৮ জন নিয়োগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুস সোবহানের বিরুদ্ধে তদন্ত করছে দুদক। বারবার চিঠি দিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না, ফলে তদন্ত স্থবির হয়ে পড়েছে। দুদক জানিয়েছে, ১৯(৩) ধারায় মামলার প্রস্তুতি রয়েছে। তিন সদস্যবিশিষ্ট কমিটি এ তদন্ত পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আংশিক সহযোগিতার কথা স্বীকার করলেও তথ্য ঘাটতির কারণে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন।