শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ আনার দায়ে ভারতীয় ২ নাগরিক গ্রেপ্তার
শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ এনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই ভারতীয় নাগরিক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পার হওয়ার পর নারায়ণপুর থেকে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।