শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ এনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই ভারতীয় নাগরিক। ব্রাহ্মণবাড়িয়া স্থল সীমান্ত পার হয়ে আসার পর নারায়ণপুরে গতকাল তাদের গ্রেফতার করে মামলা দায়ের করে পাঠানো হয়েছে আদালতে। গ্রেপ্তারকৃতরা হলো, প্রদীপ দত্ত ও গৌতম দত্ত! তাদের কাছে পাওয়া যায় ভারতীয় ভ্যাকসিন, ইনেজকশন ও ট্যাবলেট। এর আগেও শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিকস এনে গ্রেপ্তার হন দুই ভারতীয়। তবে ওসি জানান, তারা বৈধভাবেই বাংলাদেশে এসেছে!