পতিতাবৃত্তির স্বীকৃতি নারীকে যৌনপণ্য বানানোর শামিল: হেফাজতে ইসলাম
পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেওয়ার মানে নারীকে রাষ্ট্রীয়ভাবে ‘যৌনপণ্য’ বা ‘যৌনদাসী’তে পরিণত করার শামিল। পতিতাবৃত্তি কোনো নারীর জন্য সম্মানজনক ও মানবিক বিষয় নয়। এটি রাষ্ট্রের ব্যর্থতার ফসল হিসেবে তাদের আর্থ-সামাজিক দুর্ভাগ্য মাত্র।