হেফাজতে ইসলাম বাংলাদেশের বিবৃতিতে পতিতাবৃত্তি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া নারীদের ‘যৌনদাসী’ বা ‘যৌনপণ্য’ হিসেবে পরিণত করার শামিল বলে উল্লেখ করা হয়েছে। তারা বলেন, পতিতাবৃত্তি কোনো সম্মানজনক বিষয় নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতার ফল এবং সামাজিক-আর্থিক দুর্ভাগ্যের প্রতিফলন। সম্প্রতি পতিতাদের জন্য তহবিল বরাদ্দ ও বিতর্কিত এনজিও ‘নারীপক্ষ’-এর মাধ্যমে আর্থিক প্রণোদনা দেওয়া নিয়ে হেফাজত ক্ষোভ প্রকাশ করেছে। তারা পুনর্বাসনের পরিবর্তে এই প্রণোদনকে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্ণনা করেছে এবং সরকারের এনজিও নির্ভরতা ও ব্যর্থতাকে নিন্দা করেছে।
পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেওয়ার মানে নারীকে রাষ্ট্রীয়ভাবে ‘যৌনপণ্য’ বা ‘যৌনদাসী’তে পরিণত করার শামিল। পতিতাবৃত্তি কোনো নারীর জন্য সম্মানজনক ও মানবিক বিষয় নয়: হেফাজতে ইসলাম