ডিডি ইমরুলের উৎকোচ রাজত্ব, দুই কর্মচারীর মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন ঘুসের রাজত্ব
কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। গত চার বছরে তিনি এ কার্যালয়ের ক্ষমতার অপব্যবহার করে কামিয়েছেন বিপুল অর্থ, গড়ে তুলেছেন উৎকোচের রাজত্ব। গ্রামের বাড়ি মাদারীপুর হলেও আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজেকে গোপালগঞ্জের পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াতেন। নিয়মিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের অফিসে ডেকে দিতেন হাঁসপার্টি, নানা উপঢৌকন। নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান দাবি করা ইমরুলের ফেসবুক, ইনস্টাগ্রামজুড়ে ছিল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ছবির মেলা।