৬ বছরেও চালু হয়নি ২৫০ শয্যা বান্দরবান সদর হাসপাতাল
বান্দরবানের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার জন্য নির্মিত ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজ শেষ হলেও চালু করা যাচ্ছে না দীর্ঘ ৬ বছরেও। প্রশাসনিক নানা জটিলতায় এ হাসপাতাল ভবনটি পড়ে রয়েছে অচলাবস্থায়। ফলে প্রতিদিনই শয্যা সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ রোগীদের।