ছয় বছর আগে নির্মাণ শেষ হলেও প্রশাসনিক জটিলতা ও জনবল নিয়োগ না হওয়ায় এখনো চালু হয়নি ২৫০ শয্যার আধুনিক বান্দরবান সদর হাসপাতাল। ২০০৫ সালে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা পুরাতন ভবনটি বর্তমানে তীব্র রোগীর চাপে নাজেহাল। শয্যার অভাবে অনেক রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। ৩৬ কোটি টাকায় নির্মিত নতুন ভবনে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিটসহ আধুনিক চিকিৎসা সুবিধা রাখা হয়েছে, কিন্তু তা অচল অবস্থায় পড়ে আছে। এতে বান্দরবানের লাখো মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে শয্যা সংকট কমবে ও চিকিৎসা সেবার মান বাড়বে। জেলা সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী জানিয়েছেন, প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ শেষ হলেই দ্রুত হাসপাতালটি চালু করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।