জনগণ সরব হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স বন্ধ হবে। মব ভায়োলেন্স, চাঁদাবাজিকে শক্ত হাতে প্রতিহত করা দরকার। নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারো নেই। আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত উঁচু লেভেলের চাঁদাবাজ হোক, তাকে ছাড় দেওয়া হবে না।