স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজি ও মব ভায়োলেন্স বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কক্সবাজারে এক সভায় তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না, করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত উচ্চ পর্যায়ের ব্যক্তিই হোক, চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে শুধু বাহক নয়, গডফাদারদেরও ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া রোহিঙ্গা ক্যাম্প অপরাধের আশ্রয়স্থলে পরিণত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সমস্যা সমাধানে একজন উপদেষ্টা দায়িত্বে রয়েছেন। সভা শেষে তিনি ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন।