আগামী মৌসুমে আলুবীজ সংকট দেখা দিতে পারে রংপুর কৃষি অঞ্চলে
গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম নিয়ে রংপুর কৃষি অঞ্চল গঠিত। কৃষিপ্রধান এ অঞ্চলের জমি ও আবহাওয়া আলু চাষের জন্য বিশেষভাবে উপযোগী। ডিলারদের মাধ্যমে এসব জেলায় কৃষক পর্যায়ে আলুবীজ সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশসিত প্রতিষ্ঠানের দুটি বীজ সংরক্ষণাগার রয়েছে রংপুর ও কুড়িগ্রামে। তবে ১৯৭১ সালের পর নির্মাণ করা প্রতিটি সংরক্ষণাগারের ধারণক্ষমতা এক হাজার টন, যা কৃষি অঞ্চলে বীজ সরবাহের জন্য অপর্যাপ্ত। মানসম্পন্ন আলুবীজ উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণের লক্ষ্যে রংপুরে দুই হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন আরো একটি হিমাগার নির্মাণের উদ্যোগ নেয় বিএডিসি। তবে ২০২২ সালে শুরু হওয়া নির্মাণকাজ তিন দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি। এ অবস্থায় আগামী মৌসুমে কৃষক পর্যায়ে বীজ সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিএডিসির ডিলাররা।