Web Analytics

গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামসহ রংপুর কৃষি অঞ্চলে আগামী মৌসুমে আলুবীজ সংকট দেখা দিতে পারে। ২ হাজার টন ধারণক্ষমতার নতুন হিমাগার নির্মাণ বিলম্বিত হওয়ায় বিদ্যমান হিমাগার অপর্যাপ্ত এবং আইনি নিষেধাজ্ঞার কারণে বীজ সংগ্রহে কৃষক ও ডিলাররা দূর থেকে সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, যা খরচ বৃদ্ধি করছে। নির্মাণ কাজ ৭০% সম্পন্ন হলেও বহুবার সময় বৃদ্ধি পেয়েছে এবং আশা করা হচ্ছে পরবর্তী বপনের আগে হিমাগার কার্যক্রম শুরু হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।