গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামসহ রংপুর কৃষি অঞ্চলে আগামী মৌসুমে আলুবীজ সংকট দেখা দিতে পারে। ২ হাজার টন ধারণক্ষমতার নতুন হিমাগার নির্মাণ বিলম্বিত হওয়ায় বিদ্যমান হিমাগার অপর্যাপ্ত এবং আইনি নিষেধাজ্ঞার কারণে বীজ সংগ্রহে কৃষক ও ডিলাররা দূর থেকে সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, যা খরচ বৃদ্ধি করছে। নির্মাণ কাজ ৭০% সম্পন্ন হলেও বহুবার সময় বৃদ্ধি পেয়েছে এবং আশা করা হচ্ছে পরবর্তী বপনের আগে হিমাগার কার্যক্রম শুরু হবে।