Web Analytics

২০২৫ সালের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় যুক্ত হতে যাচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান' কোটা। ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত এই কোটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এটি অনুমোদিত হলে আগামী বছরের ভর্তি কার্যক্রম থেকেই কার্যকর হবে। বর্তমানে ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরের জন্য সংরক্ষিত রয়েছে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের সংখ্যা কমে যাওয়ায় বিদ্যমান কোটাব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। পাশাপাশি, ভর্তির সময়সীমা নির্ধারণ, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন ও কারিগরি শিক্ষার প্রসারে নানা পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছে। ২০২৫ সালে একাদশে প্রায় সাড়ে ২০ লাখ আসন খালি থাকার সম্ভাবনা থাকায় শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

Card image

নিউজ সোর্স

RTV 13 Jul 25

এবার একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় যুক্ত হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা পাবেন এই বিশেষ কোটা। এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে এমন একটি সুপারিশ পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম থেকেই কার্যকর হবে এই বিশেষ কোটা।